নুর উদ্দিন সুমন ॥ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় স্থানীয় জনতার হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিনজন বাংলাদেশি নাগরিক ২-৩ দিন আগে গোপনে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। তারা চোরাই কাজের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। এসময় স্থানীয় ভারতীয়রা চুরির আশঙ্কায় সঙ্ঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আলীনগর গামের মৃত আশ্বব উল্ল্যার ছেলে জুয়েল মিয়া, বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া ও কবিলাশপুরের কুদ্দুছ মিয়ার ছেলে সজল মিয়া। তিনজনই গাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় সাংবাদিক নুরুল আমিন নিশ্চিত করেছেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত। এটি ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও ঘটনার সত্যতা যাচাই করছে।
হবিগঞ্জের ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com