
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব উবাহাটা গ্রামের প্রধান রাস্তার প্রবেশদ্বার প্রশস্তকরণ, ড্রেন ও রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার সামনে ব্যানার হাতে এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেন। দীর্ঘক্ষণ রাস্তায় দাড়িয়ে তাদের রাস্তা-ড্রেন সংস্কারের দাবি জানান।
এসময় বক্তগণ বলেন- রাস্তাটির প্রবেশমুখ ছিল ১০ ফুট। যা যানবাহন চলাচলের জন্য যতেষ্ট। কিন্তু দুঃখের বিষয় অবৈধ দখলের কারণে রাস্তার প্রবেশমুখটি ৫ ফুটে এসে দাড়িয়েছে। তাই জরুরী প্রয়োজনে কোনো রোগীর গাড়ি কিংবা বিয়ে শাদীর গাড়ী যাতায়াত করতে পারছে না। ফলে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবেশমুখের বাঁধার কারণে গ্রামের ভিতরে প্রধান রাস্তাটি সংস্কার সম্ভব হচ্ছে না। ড্রেনের ময়লা আবর্জনা রাস্তায় পড়ছে। এই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। যা চোখে না দেখলে বিশ্বাস হবে না।
বক্তব্য রাখেন- সরদার মানিক মিয়া, শোয়েব চৌধুরী, মোস্তাক আহমেদ, মাওলানা আফরোজ আহমেদ, হাফেজ মাওলানা নাইমুল হাসান, আমিনুল ইসলাম জিসান, মাওলানা ইজ্জত আলী খান, মিসবাহ উদ্দিন খান, কামরান আহমেদ।
এদিকে, ড্রেন-রাস্তা সংস্কারের দাবিতে গত ৮ অক্টোবর ৭নং ওয়ার্ডবাসী পৌর প্রশাসক বরাবরে লিখিত আবেদন দিয়েছেন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, তাদের আবেদন পেয়ে পৌরসভার সচিবসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেছি। রাস্তার প্রবেশমুখের ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।