উত্তম কুমার পাল হিমেল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বিজনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শেরপুর হাইওয়ে থানার এএসআই মোঃ মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম থানা এলাকায় নিয়মিত দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। পরে পুলিশ ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩ নম্বরের কাভার্ডভ্যানটি সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ভ্যানের পেছনের ডালা খুলে দেখা যায়, ‘উঞ্জাস ফেমাস কে.এস. গোল্ড জিরা নামের প্যাকেটে রাখা ৪০০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় জিরা লুকানো রয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২ হাজার কেজি জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা। ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রশিদ সরকারের নির্দেশে এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যানটি আইনি প্রক্রিয়ার আওতায় থানায় নিয়ে আসেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক চাঁদপুর জেলার সন্তেশপুর এলাকার মোস্তাফা মিয়ার ছেলে মোঃ বাবুল হোসেন (৩৫) ও হেলপার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বানিয়াচং এলাকার হানু মিয়ার ছেলে মোঃ কামাল তালুকদারকে (৩৬) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় জিরা ও কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ তালিকা সম্পন্ন হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার সাইজুদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।