নুর উদ্দিন সুমন ॥ সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের নবনির্মিত মেস উদ্বোধন ও বানিয়াচং সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন এবং জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জে বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন তিনি। এর আগে বুধবার সকাল ১১টায় ডিআইজি মুশফেকুর রহমান হবিগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ও ইনসার্ভিসের পুলিশ সুপার মাহিদুজ্জামান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের নবনির্মিত মেস উদ্বোধন করেন এবং স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। উদ্বোধন শেষে তিনি প্রশিক্ষণার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও মানসম্মত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে তিনি বানিয়াচং সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। সেখানে সরকারি নথিপত্র ও রেজিস্টারসমূহ পর্যালোচনা করে অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি হবিগঞ্জ জেলা পুলিশের হিসাব শাখাও পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষতার সাথে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মুশফেকুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে নিরলসভাবে কাজ করছে। শৃঙ্খলা, সততা ও সেবার মান বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।