চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গেলানি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। চুনারুঘাট সদর ভূমি অফিসের তহসিলদার আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম।
মামলার আসামী হলেন- দেউন্দি বদরগাজির আইয়ুব আলী মেম্বারের ছেলে বিএনপি নেতা জসিম উদ্দিন, বদর গাজী কাঁঠাল বাড়ী গ্রামের আঃ ওয়াহেদ এর ছেলে মিন্টু মিয়া, একই গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে যয়ের মিয়া, আব্দুল্লাহপুরের ছিদ্দিক মিয়ার ছেলে ফরহাদ মিয়া, আব্দ্যগ্রহপুর গ্রামের আঃ মতলিব এর ছেলে আওয়ামী লীগ নেতা রমজান আলী মেম্বার, দেউন্দি বদরগাজীর মৃত রহমত আলীর ছেলে আরব আলী, দেউন্দি বদরসারীর মঞ্জুর আলীর ছেলে তানভীর মিয়া, দেউন্দি বহুলা টিলার মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দার, দেউন্দি বদরগাজীর মৃত মরম আলীর ছেলে সাহেব আলী ও সাহেব আলীর ছেলে রুবেল মিয়া, দেউন্দি বহুলা টিলার আলী হায়দার এর ছেলে এলাল মিয়া, কাঠাল বাড়ী, টিলাবাড়ীর মৃত চান মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া, কাঁঠাল বাড়ীর মৃত আঃ ওয়াহেদ এর ছেলে মিশুক মিয়া, আব্দুল্লাহপুরের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া, একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে রাহাদ মিয়া, দেউন্দি গাং পাড়ের হিরন মিয়ার ছেলে এক্কাছ মিয়া, কাঁঠাল বাড়ীর মৃত জমরুত মিয়ার ছেলে মিজান মিয়া, -তেতৈবাড়ীর তাহির তালুকদার এর ছেলে সুজন মিয়া, একই গ্রামের মৃত জঙ্গু মিয়ার ছেলে জহির তালুকদার। তারা প্রত্যেকেই চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া গেলানী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
এদিকে উপজেলার দেওয়রগাছ ইউনিয়নের আমতলী এলাকায় সুতাং ছড়া, গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া, আহাম্মদাবাদ ইউনিয়নে নালুয়া চা বাগান থেকে নেমে আসা সুতাং ছড়া, ছয়শ্রী অংশ, আমু চা বাগান থেকে নেমে আসা সুতাং ছড়া, ঘনশ্যামপুর ও কালিশিরী অংশ, মিরাশি ইউনিয়নের করাঙ্গী নদী ও রানীগাঁও ইউনিয়নের জিবদর ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে একটি বিশ^স্থ সূত্রে জানা গেছে।