শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুস শহীদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রকির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ্যাম্বাসেডর মোঃ আব্দুস সালাম, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা গোলাম মুর্তজা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মেম্বার শামীম মিয়া, আমিনুল ইসলাম সাদেক, তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজির বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
সভায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে শায়েস্তাগঞ্জ ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক ইউনিয়ন গড়তে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।