স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সেনা ক্যাম্পের দ্বায়িতপ্রাপ্ত ইনচার্জ ক্যাপ্টেন ইমাম হোসেন, ওসি মোঃ সহিদ-উল্যা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর পাল সুমন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট এর আহবায়ক হিরেশ ভট্টাচার্য্য, সাবেক কাউন্সিলর শ্যামল ঋষি প্রমূখ। সভায় উপজেলার ১১৫টি পূজা ম-পে আনন্দঘন ও শান্তিপূর্ণ ভাবে যাতে পূজা উদযাপিত হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব মহলের সহযোগীতা চাওয়া হয়।