
মাদক চুরি ছিনতাই বিরোধী আলোচনা সভা
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ সদর মডেল থানা ও উমেদনগর সমাজ সেবা যুব সংঘের যৌথ উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ‘মাদক-চুরি-ছিনতাই’ এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। তিনি বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। শুধু পুলিশ নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। পুলিশ সুপার আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেককে সচেতন থাকতে হবে। সম্প্রীতির পরিবেশ বিনষ্টে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো: শাহাব উদ্দিন। এ সময় উমেদনগর সমাজ সেবা যুব সংঘের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-যুব সমাজ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে পারিবারিক নজরদারির পাশাপাশি সমাজের সকলে এগিয়ে আসতে হবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা না পেলে আইনশৃঙ্খলা বাহিনী একা সফল হতে পারে না। শেষে পুলিশ সুপার সাধারণ মানুষকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।