চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরকারি কলেজ এরিয়ায় অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানকালে উপজেলার বনগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র সিজিল মিয়াকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দেওন্দী চা-বাগানের ভিতরের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। সেখান থেকে বালু পরিবহনের সময় কলেজ রোড থেকে বালুবাহী ট্রলি সহ এক জনকে আটক করা হয়। অভিযানে সহযোগীতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।