
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হবিগঞ্জের কৃতি সন্তান শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য জালাল আহমেদ প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সুমন।
পরিদর্শনকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন- সাংবাদিকদের লেখনির মাধ্যমে তারা তথ্য, ঘটনার বিবরণ এবং নিজস্ব মতামত প্রকাশ করেন, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষকে সচেতন করা সম্ভব। সাংবাদিকরা রিপোর্টিং, কলাম লেখা, সম্পাদকীয় তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তাদের লেখনীর ব্যবহার করেন।
তিনি বলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে লেখালেখি করে যাচ্ছেন। তাদের মাধ্যমে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানের সমস্যা ও সম্ভাবনার চিত্র ফুটে উঠছে। এভাবে লেখালেখি অব্যাহত রাখতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।