স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রির সময় আটক করেছে জনতা। পরে পুলিশ আটক চাউল উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় চাউলের ডিলার কৌশলে পালিয়ে যায়।
জানা যায়, ব্রাহ্মণডুরা ইউনিয়নের পুরাইকলা বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল ও অন্যান্য পণ্য বিক্রি করা হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে কার্যক্রম শেষ হওয়ার সময় ভুক্তভোগীরা বুঝতে পারেন পণ্য বন্টন না করে তারা চুরি করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে চাউল আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।