শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যেকের একটি লক্ষ্য থাকবে। নিজের কাছে সৎ থেকে তারা লক্ষ্য অর্জনে পরিশ্রম করতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পাঠদান ও নবীনবরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, সাবেক পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন, কলেজের দাতা সদস্য মো: ইদ্রিস মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান। বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী সামিয়া আক্তার, নুসরাত জাহান প্রমূখ।