স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
গতকাল দুপুরে হবিগঞ্জ শহর থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীতমুখী একটি ইজিবাইকের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আলকাছ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে পিতা-পুত্র গুরুতর আহত হন। তাদেরতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক আলকাছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।