
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জের ধরে দিনমজুর ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় মোঃ কাউছার মিয়া (৪০) তার বোন সুমী আক্তার ও সহযোগীদের হাতে হামলার শিকার হন। তারা কাউছার মিয়াকে গাড়ি থেকে নামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ মহসিন মিয়া (২৫), মোঃ জসিম মিয়া (৩০), মোঃ শাহজাহান মিয়া (৩৬), তার স্ত্রী নাছিমা বেগম (৪৩), মোছাঃ রুয়েলা বেগম (৪২) ও মোছাঃ জুমেলা খাতুন (২০) সহ ৬ জনকে আটক করে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাতচরপাড়া গ্রামের বাসিন্দা।
মাধবপুর থানার ওসি শহীদ উল্ল্যাহ জানান, ঘটনাস্থল থেকে দুটি চাইনিজ কুড়াল ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।