সারাদেশে মব সন্ত্রাস প্রতিহত করা, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমজীবী মানুষের নিরাপত্তা, বিদেশীদের কাছে বন্দর লীজ না দেয়া, সা¤্রাজ্যবাদী আধিপত্য রুখে দাড়ানো ও যথাসময়ে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন উপলক্ষ্যে গণতান্ত্রিক বামজোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বামজোট নেতা জেলা সিপিবির সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমান আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী শিবলী, নুরুজ্জামান তরফদার, সিপিবি সহ-সাধারণ সম্পাদক রনজন কুমার রায় প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, মব সৃষ্টিকারী সন্ত্রাসীরা আইন অমান্য করে নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে। বাঁধাহীনভাবে তারা ব্যক্তি জীবন ও মাজার, দরগায় হামলা, মামলা ও চাঁদাবাজী করছে। বক্তাগণ মব সৃষ্টিকারী সন্ত্রাসী চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় জনগণ অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com