স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজিদুর রহমান তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।