
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ১৭ মামলার আসামি জামাল মিয়াকে হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৪ টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাল মিয়ার বাড়িতে হামলা চালায়। দরজা খুলতেই তাকে জোরপূর্বক ধরে বাইরে নিয়ে যায় এবং স্ত্রীকে ঘরে ফেলে দরজা আটকে দেয়। পরে ভোরে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের ধানক্ষেতে জামাল মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং এজাহারনামীয় আসামি ছায়েদ মিয়াকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছায়েদ মিয়া বাহুবল উপজেলার ভুগলী গ্রামের তৈয়ব আলীর ছেলে। গ্রেফতারকৃত ছায়েব আলীকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। অন্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।