স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন।
জানা যায়, ৮ সেপ্টেম্বর চুনারুঘাট থানার ওসি নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। পরে ৯ সেপ্টেম্বর ওসি মোহাম্মদ নূর আলম থানার গাড়ি চালক ওয়াসিমকে সন্দেহ করে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে তার বাসায় তল্লাশি চালান। বাসা তল্লাশির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ওয়াসিম বলেন, আমি স্যারকে বলেছি, আমি একজন পুলিশ সদস্য, আপনার টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। পরে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
এদিকে প্রত্যাহারের পর থেকে ওসির সরকারি মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। একই ভাবে বন্ধ পাওয়া গেছে থানার পরিদর্শকের (তদন্ত) সরকারি মোবাইল ফোনও।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক বলেন, ওসির টাকা চুরির অভিযোগে চালকের বাড়ি তছনছ এবং ওসির প্রত্যাহারের খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।