ধুমপান আর তামাকজাত দ্রব্য গ্রহণ না করার শপথের মাধ্যমে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের এক নৌ-ভ্রমণ অ নুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের নতুন পর্যটন কেন্দ্র কালারডুবা থেকে শুরু হয় এই নৌ ভ্রমণ। ৬০ জন মাদ্রাসা ছাত্রের ৩ ঘন্টার নৌ-ভ্রমণ শেষে আবার কালারডুবায় এসে শেষ হয়। নৌ ভ্রমণে ছিল দুপুরের খাবারের আয়োজন। ছোট ছোট বাচ্চারা জাতীয় পতাকা নেড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ধুমপান আর তামাকজাত দ্রব্য কখনও গ্রহণ করবে না বলে অঙ্গীকার করে। নৌ-ভ্রমণের মাঝখানে সমতলে ফুটবল আর ক্রিকেট খেলায় মেতে উঠে অতি সাধাসিধে মাদ্রাসার কোমলমতি ছেলেগুলো, যাদের অধিকাংশই এতিম। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী এ নৌ ভ্রমণের আয়োজন করেন। তিনি জানান, বিগত বছর হবিগঞ্জ পৌরসভা তামাক নিয়ন্ত্রণে অনেকগুলো উদ্যোগ গ্রহণের কারণে এ বছর স্থানীয় সরকার ক্যাটাগরিতে হবিগঞ্জ পৌরসভা জাতীয় সম্মাননা পদক পায়। বিগত বছরের ধারাবাহিতকায় হবিগঞ্জ পৌরসভাকে ধুমপান ও তামাকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রচার প্রচারণাসহ নানামূখী উদ্যোগ অব্যাহত আছে। এরই অংশ হিসেবে কিছুদিন পুর্বে পথশিশুদের ধুমপান আর তামাকজাত দ্রব্য গ্রহণ না করার শপথ পড়িয়ে একটি নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছিল। ধুমপান আর তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে শিশূদের সচেতন করতেই এ রকম উদ্যোগ। আর এরই ধারাবাহিকতায় কোমলমতি মাদ্রাসা ছাত্রদের নিয়ে এখনকার নৌ-ভ্রমণ। তিনি জানান, ছোট এ আয়োজনটির মাধ্যমে মাদ্রাসার কোমলমতি বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। তাদের ঠিকমতো গাইড করতে পারলে ভবিষ্যতে তারা যোগ্য নাগরিক হিসেবে সমাজে বিশেষ অবদান রাখতে পারবে। বিজ্ঞপ্তি