
শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ হবিগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়। ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা সংস্কারের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি শহীদি জামে মসজিদের খতিব রাকিব আল হাসান লিহি। উপস্থিত ছিলেন নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার চাষীর হাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান।
প্রধান অতিথি রাকিব আল হাসান লিহি তার বক্তব্যে বলেন, ব্রিটিশরা এ দেশ থেকে চলে গেলেও তাদের কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা আজও রয়ে গেছে। সাধারণ শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও প্রকৃত দেশপ্রেমিক শিক্ষা অনুপস্থিত থাকায় শিক্ষিত জনগোষ্ঠীর বড় অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং জাতির বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে নকশা করা হয়েছে, যা আধুনিক জীবন থেকে বিচ্ছিন্ন। এটি শিক্ষার্থীদের কেবল একটি বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত করে।
হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি অ্যাডভোকেট এমএ মোতালিবের সভাপতিত্বে ফিতা কেটে অনুষ্ঠানে উদ্বোধন করেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন সদস্য বিশিষ্ট শিক্ষক শফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি রাকিব আল হাসান লিহিকে ফুল দিয়ে বরণ করেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন এবং মূখ্য আলোচক রাশেদুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ আবদুল মোতালিব। এতে হবিগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।