
অবিলম্বে কমিটি বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট সুধাংশু সূত্রধরকে আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন তারা।
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গিরেন্দ্র চন্দ্র রায়, বানিয়াচং উপজেলা বিএনপি নেতা সুব্রত বৈষ্ণব, গোপাল চন্দ্র দাস, লিটন সরকার, সুজিত পাল, জীবন সূত্রধর, সঞ্জয় রায়, সুদাম কুরি, বিকাশ দাস, অরজিত দাস, সাগর দাস, উত্তম সরকার, রাখাল সরকার, সুধাংশু দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ এ দাবি জানান। তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর অ্যাডভোকেট সুধাংশু সূত্রধরকে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অবৈধ সরকারের সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহিরের ঘনিষ্ট ভাজন ছিলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ শাখার কার্যকরি পরিষদের সদস্য ছিলেন। তার সাথে আজমিরীগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অবিরাম দাশকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটিতে রাখা হয়েছে। ওই দুই নেতা বিগত দিনে আওয়ামী লীগের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনা রয়েছে কোন ডেভিলদের কমিটি রাখা যাবে না। কিন্তু বিভিন্ন কমিটিতে ডেভিলদেরকে রাখা হচ্ছে। অবিলম্বে ডেভিলদের কমিটি থেকে বাদ দেওয়ার জন্য কল্যাণ ফ্রন্টের প্রধান উপদেষ্ঠা গয়েস্বর চন্দ্র রায়, উপদেষ্ঠা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এসএম তরুণ দেব এর দৃষ্টি কামনা করেন তারা।