চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের আলাউদ্দিন হত্যার বিচার ও নিহতের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিমালিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোলারজুম বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন ও তার বাবা আব্দুর রউফের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা রেফার করেন। ঢাকায় যাবার পথে মারা যান আলাউদ্দিন। বর্তমানে আব্দুর রউফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মানববন্ধনে বক্তাগণ এজাহারভুক্ত আসামি আক্তার হোসেনসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নিহতের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, আমীর হোসেন, আব্দুল আজিজ, ফজল হক মোল্লা, মশ্বব আলী, হামিদ মিয়া, মোহাম্মদ আলী জিহান প্রমূখ।