
গত ১০ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ বৃহস্পতিবার দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় রামগঞ্জ গ্রামে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মামলার আসামীদের ষড়যন্ত্র শিরোনামসহ দৈনিক আজকের হবিগঞ্জসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা আদৌ সত্য নয়, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে পূর্ব বিরোধের জের ধরে আবুল কালাম মেম্বার ও ওয়াহিদ মিয়া গংদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আমার বাবা ওয়াছ উল্লাহ (৭৫) টেটাবিদ্ধ হন। এছাড়া লিটন মিয়া (১৫) ও শাকিল মিয়া (১৮) আহত হয়েছেন। আহত অবস্থায় আমার বাবাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু আমাদের প্রতিপক্ষের লোকজন পত্রিকার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। বর্তমানে আমার বাবা ওয়াছ উল্লাহ মিয়া সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিপূর্বে কালাম মেম্বার গংরা আমার চাচাত ভাই ওয়াহিদ মিয়া, আব্দুল্লাহ মিয়া, শাকিল মিয়া ও ধাইমুদ্দিন মিয়া এবং বদরুল মিয়াকে আসামী করে একটি মামলা করে। ওই মিথ্যা মামলায় ওয়াহিদ মিয়া গ্রেফতার হয়ে ২১ দিন জেল হাজত খাটেন। এখন তারা আমার বাবাকে প্রাণে হত্যার চেষ্টার ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রকৃতপক্ষে আমার বাবাকে কালাম মেম্বার গং হত্যার উদ্দেশ্যে টেটা দিয়ে আঘাত করে। আমার বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। আমি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সোলেখা বেগম
পিতা ঃ ওয়াছ উল্লাহ
গ্রাম ঃ রামগঞ্জ, পুকড়া ইউপি, বানিয়াচং, হবিগঞ্জ।