
লাখাই প্রতিনিধি ।। হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতে বাজারের পান বাজার সংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখে নিজেরা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে লাখাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ওই বাজারের রাম জয়ের ফার্মেসি, সাংবাদিক আশীষ দাশ গুপ্তের হোমিওপ্যাথিক ফার্মেসি, সামাদ্য পালের চায়ের দোকান, আব্দুল মালেক মিয়ার ফলের দোকান, সুসেন দেবনাথের স্বর্ণের দোকান, রঞ্জিত শীলের দুটি দোকান, একটি সেলুন ও একটি সুতার দোকান, কর্ণ দেবনাথের পান দোকান, উপা নন্দের ওষুধের ফার্মেসি পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে দোকানের পণ্য, আসবাপত্রসহ নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। তাদের দাবি অনুযায়ী, অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমরা চোখের সামনে সব কিছু হারালাম। এ ক্ষতি পোষাতে আমাদের অনেক সময় লেগে যাবে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।