নবীগঞ্জ প্রতিনিধি ।। “মাদককে না বলুন, জীবনে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে ৬ মৌজা যুবসমাজ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, মাদক আজকের সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। মাদক কেবল ব্যক্তির জীবনকেই ধ্বংস করছে না, বরং পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূল করতে হলে সবাইকে সামাজিক ও আইনিভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার না হলে আগামী প্রজন্মকে বাঁচানো যাবে না।
তারা জোর দিয়ে বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনই মাদকমুক্ত সমাজ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।