
স্টাফ রিপোর্টার ।। দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পিতা বানিয়াচং উপজেলার মুরাদপুুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সালিশ বিচারক ছানাউর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা প্যান প্যাসিফিক হাসপাতাল ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে ৮ টায় বানিয়াচং উপজেলার মুরাদপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মুুরাদপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ৩য় ছেলে হাফেজ মোঃ তাহসিন চৌধুরী।
প্রসঙ্গত, ছানাউর রহমান চৌধুুরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।