
হবিগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ২ দিনব্যাপী সিলেট বিভাগীয় শিক্ষা শিবির শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাসদের প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান রচিত ‘সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের পতন, একটি পর্যালোচনা’ শীর্ষক বইয়ের উপর এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাসদ ৯নং জোন (সিলেট বিভাগ) এর আহবায়ক ও সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আলোচনায় অংশ নেন বাসদের প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার শিল্পীবৃন্দ। বিকেলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক কমরেড রনজন রায়, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রনধীর দাশ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বাসদ মনোনীত প্রার্থী কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খান প্রমূখ। বিজ্ঞপ্তি