স্টাফ রিপোর্টার || শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মোঃ রাজু মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে। ১১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু এফআইআর নং-৬ সহ নিয়মিত মামলার আসামি। সে সাবাসপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে।
রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।