
স্টাফ রিপোর্টার ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী মিল্টন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার সকালে শায়েস্তানগর মাছ বাজার এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা যায়, হবিগঞ্জ সদর থানার মামলা নং ২১/২৯৪ মামলার আসামী মিল্টন। তিনি সদর উপজেলার নোয়াগাও গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র ও রিচি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পেশায় মাছ বিক্রেতা। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, যুবদল নেতা মাহরাজ বাদী মামলার সে এজাহারভুক্ত আসামি। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com