স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় খায়রুন্নেছা খাতুন নামে এক ইংল্যান্ড প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় বাসার মালিকের বোনের ছেলে সুমন আহমেদ হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি বলেন- আমি একজন ব্যবসায়ী। হবিগঞ্জ সদর মডেল থানাধীন রাজনগর মহিলা কলেজ রোড এর পাশে আমার খালার বাসা রহিয়াছে। আমার খালা প্রবাসী হওয়ায় আমি নিজে তাহার বাসা দেখাশুনা করি। খালার বাসায় নিচতলায় ভাড়াটিয়া আছেন। দোতলা তালাবদ্ধ অবস্থায় খালি থাকে। উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে আমি খালার বাসা থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোতলা বাসার ভেতরে প্রবেশ করিয়া ইলেক্ট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র, পাইপ ফিটিংসের বিভিন্ন মালামাল, কাপড় নিয়া যায়।
চুরি হওয়া মালামালের মূল্য অনুমান ২ লাখ টাকা। আমি অনেক খোঁজাখোঁজি করি কিন্তু চুরি হওয়া মালামালের কোন সন্ধান না পাইয়া থানায় অভিযোগ দায়ের করি।