ডেভিল হান্ট ফেজ-২
স্টাফ রিপোর্টার ॥ ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে হবিগঞ্জের মাধবপুর, বাহুবল ও লাখাই থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় মাধবপুর থানার এস.আই শাহানূর উপজেলার বেঙ্গাডোবা এলাকা অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল পাঠানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইকবাল পাঠান নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এস.আই বিজয় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য কাওছার আহম্মেদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কাওছার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় কাশিমনগর থানার এস.আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগ নেতা সোলেমান মিয়াকে (৪০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোলেমান ওই এলাকার মৃত এমরান মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মোঃ মাহাবুব মোরশেদ খাঁন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত কাউছার আহমেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপরদিকে বাহুবল মডেল থানা পুলিশের ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল শহীদ জিতু মিয়াকে (৭৪) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে বাহুবল মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল শহীদ জিতু মিয়াকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিতু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে রকিব আহমেদ নয়ন প্রকাশ নয়ন (২৮) মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে এবং ২নং মোড়াকরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে এজাহার নামীয় আসামী রকিব আহমেদ প্রকাশ নয়ন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

