সংশ্লিষ্টদের প্রতি
আমি চার্টার্ড ইঞ্জিনিয়ার হাজ্বী আব্দুল মতিন, চুনারুঘাট উপজেলার বাগুলা গ্রামের হাজ্বী আতিকউল্লার ছেলে। আমি হবিগঞ্জ গভট স্কুল অ্যালুমিনিয়াম অ্যসোসিয়েশন, ঢাকাস্থ জালাবাদ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার (IEB) এর আজীবন সদস্য। আমার অঞ্চলের আধুনিক শিক্ষা বিকাশের জন্য এবং সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রাদানের উদ্দেশ্যে আমি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ট্রাস্ট গঠণ করেছি। একই উদ্দেশ্যে চাটপাড়া ফাজিল মদ্রাসার তখনকার সুপার, প্রয়াত মাওলানা আব্দুল হান্নান এবং ম্যানেজিং কমিটির অনুরোধে তাদের মাদ্রাসাতে পহেলা এপ্রিল ২০০০ সালে “Haji Matin Islamic Education Trust” নামে ট্রাস্ট ফান্ড গঠন করি। ট্রাস্টের আয়ের উৎস হিসেবে ট্রাস্ট প্রতিষ্ঠাকালে আমি জমি কিনে নূন্যতম ৫০-৪০ পুকুর দিঘি) খনন করে দিয়েছিলাম যেন মাছ চাষের মাধ্যমে ট্রাস্টের আয় হয়। এছাড়াও ট্রাস্টের বর্ধিত আয়ের জন্য এবং একইসাথে চারপাশের পরিবেশ রক্ষার্থেও ফল গাছ লাগানোর পরামর্শ দিয়েছিলাম। এখন আমার নজরে এসেছে যে, মাছের উৎপাদন বৃদ্ধিতে হ্রাস পেয়েছে, যার ফলে ট্রাস্টের গুরুত্বপূর্ণ
কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়াও পরিবেশ রক্ষার্থে এবং বর্ধিত আয়ের উদ্দেশ্য যে গাছ লাগানোর কথা সেগুলোও লাগানো হয়নি। চাষের মাধ্যমে সর্বাধিক মাছ পাওয়ার জন্য পুকুরের পরিবেশ যথেষ্ট ভালো হওয়া উচিত, যেমন- গোসল না করা এবং সাতার না কাটা যেহেতু এটি চাষকৃত পুকুর। একই সাথে বিঘœসৃষ্টি না করে ওজুর সুবিধার জন্য সীমিত ঘাটলার ব্যবস্থা করা। যার ফলে পুকুরের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং মাছের স্বাভাবিক বৃদ্ধিতেও বিঘœ ঘটবে না। তাই আমি মাদ্রাসার প্রধান এবং ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ করছি যে তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেন এবং এই পুকুরটি শুধুমাত্র যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার করা। ট্রাস্টের আয় থেকে প্রধানভাবে উল্লেখ্য, ১২ জন মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করা, প্রত্যেক বছরে শবে-কদরের সময় বিশেষ দোয়া ও শিন্নির আয়োজন করা। এছাড়াও বাৎসরিক স্থানীয় ইজতেমার আয়োজন করা যেখানে সমসাময়িক ধর্মীয় আলোচনা করা, গরীবদের জন্য কিতাব কেনা। এই কর্যক্রম গুলো সক্রিয় রাখার জন্য ট্রাস্টের আয়ের উৎস সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাস্টের সুষ্ঠু পরিচালনার জন্য আমি সংবিধান অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। সংবিধানে বিকল্প পদ্ধতির কোন বিধান নেই।
বিনীত,
চার্টার্ড ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মতিন
৭ই ডিসেম্বর, ২০২৫

