স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজারের চাঞ্চল্যকর ‘শের আলী’ হত্যা মামলার প্রধান আসামি দলিলুর রহমানকে (৩১) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বেলা প্রায় ১ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দলিলুর রহমান মহেশখালীর সাপমারা গ্রামের মৃত কাশেম আলির ছেলে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলার মহেশখালী থানার শের আলী হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি ছিলেন দলিলুর। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।