
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতা, শতবর্ষী প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০১ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১০ মে) দুপুর ২টায় এনাতাবাদ ধনাইবাড়ি কবরস্থান মাঠে মরহুম লাল মিয়া তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে তাঁর পিতা নছিব উল্যা তালুকদার ও বড় ছেলে রফু তালুকদারের কবরের পাশে দাফন করা হয়। জানাজার নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী।
মোঃ লাল মিয়া তালুকদারের মৃত্যুতে নবীগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী বলেন, “লাল মিয়া তালুকদার ছিলেন একজন ভদ্র, বিনয়ী এবং সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ মানুষ।