শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আলতাব আলী ও নিয়মিত মামলায় মোঃ রিয়াজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
আলতাব আলী জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই প্রকাশ পুরাসুন্দা গ্রামের মরহুম ময়না মিয়ার ছেলে ও মোঃ রিয়াজ মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের লাল মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ জানান- দুপুরে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে দুই আসামীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।