নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে ঋণের বোঝা সইতে না পেয়ে আঞ্জব আলী (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (১০ মে) ভোরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের কবরস্থানের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত মামদ আলীর ছেলে আঞ্জব আলী দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে আঞ্জব আলীকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয় লোকজন শাহাপুর গ্রামের কবরস্থানের পুকুরপাড়ে গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আঞ্জব আলীর মরদেহ ঝুলতে দেখে। এসময় তারা শোর-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে থানায় খবর দেয়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূঞার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আঞ্জব আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে।
আঞ্জব আলীর ছেলে সাবির আহমেদ জানান, আমরা দুই ভাই ও দুই বোন। আমার পিতা ঋণগ্রস্ত ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে আমার পিতার লাশ প্রতিবেশীরা দেখে আমাদেরকে খবর দিলে আমরা সেখানে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।