স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মেয়ে কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। শনিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানী ঢাকার ঝিগাতলা থেকে গ্রেফতার করেছে ডিবি।’
শামীমা আক্তার খানম একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। তিনি শামীমা শাহরিয়ার নামে বেশি পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তার স্বামী এস. এইচ. শাহরিয়ার। হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার মরহুম আবদুল হাই খান এর কন্যা শামিমা আক্তার খানমের পৈত্রিক নিবাস হবিগঞ্জ শহরের টাউন হল রোডের রূপালী ম্যানসন।
শামিমা আক্তার খানম কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ থেকে নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান। বিবাহসূত্রে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।