ছোট ভাই কাজী ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব মাহমুদাবাদ গ্রামে বড় ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে জাল জালিয়াতির মাধ্যমে পিতার সম্পত্তি রেজিস্ট্রারী করে নিয়েছেন ছোট ৪ ভাই। ছোট ভাই কাজী মুফতি ফজলুল হকের প্রতারণা ও পরামর্শেই পিতার সম্পত্তি থেকে বড় ভাইকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, পূর্ব মাহমুদাবাদ গ্রামের হাজী আতর আলী ৫ ছেলে ও ৪ কন্যা সন্তান রেখে ২০২০ সালে মারা যান। ২০১৭ সালের দিকে আতর আলী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার ২য় ছেলে কাজী মুফতি ফজলুল হক তার অন্য ৩ ভাইকে নিয়ে প্রতারণা করে তার বাবার স্বাক্ষর জাল করে বাড়ির ৪৩ শতক জায়গা ৪ জনের নামে রেজিস্ট্রারি করে নেন। ২০১৭ সালের ২৪ এপ্রিল ওই জায়গার রেজিস্ট্রারি সম্পন্ন করা হয়। পরবর্তীতে লোক মারফতে হাজী আতর আলীর বড় ছেলে আব্দুল আলী জানতে পারেন তার ছোট ভাই ফজলুল হক প্রতারণা করে তার বাবার স্বাক্ষর জাল করে তাদের বাড়ির ৪৩ শতক জায়গা কাগজ করে নিয়েছেন। পরবর্তীতে তিনি বিষয়টি আত্মীয় স্বজনদের জানান। এ প্রেক্ষিতে আত্মীয় স্বজনরা সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে এর সত্যতা পান এবং আত্মীয় স্বজনসহ এলাকার মুরুব্বীয়ান বিষয়টি সমাধান করে দেবেন বলে জানান। কিন্তু আজ পর্যন্ত বিষয়টি সমাধান করে দিতে পারেননি তারা। আব্দুল আলী নিজের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য এলাকার মুরুব্বিয়ান ও জনপ্রতিনিধিদের কাছে বার বার গিয়েও এর কোন সমাধান পাচ্ছেন না। আব্দুল আলী জানান, শুধু ওই বাড়ির জায়গাই নয়, অন্যান্য জায়গা, স’মিল, রাইচ মিল দখল করে রেখেছেন ফজলুল হক। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে আব্দুল আলীকে প্রাণনাশের হুমকি দেন অন্য ভাইয়েরা। এ অবস্থায় তিনি তার অংশের প্রাপ্ত সম্পত্তি পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।