আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুন্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বান লাভ করেছিলেন। সুতরাং এই দিনটি সারাবিশ্বের বৌদ্ধ জাতিদের কাছে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর সকল বৌদ্ধ জাতি এই দিনটিতে সকলের মঙ্গল কামনায় বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা করে থাকেন। ঠিক একইভাবে এ বছরেও হবিগঞ্জ বৌদ্ধ বিহারের আয়োজনে শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী শনিদেব মন্দির প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মীয় রীতিতে এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করবেন হবিগঞ্জের সকল বৌদ্ধ জাতি। এই পূণ্যময় অনুষ্ঠানে সকল ধর্মাবলম্বীদের সাদর আমন্ত্রণ রইলো।
পরিশেষে দেশের এবং বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলার্থে প্রার্থনা করি- সবাই সুখে শান্তিতে বসবাস করুন। জগতের সকল প্রাণী সুখী হওক। সাধু সাধু সাধু…
শুভেচ্ছান্তে-
সাধন বড়–য়া
সভাপতি, বৌদ্ধ বিহার কমিটি, হবিগঞ্জ।