স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দাপট কমেনি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আশাহিদ আলী আশা এলাকায় প্রভাব বিস্তার করে বিএনপি-জামায়াতের সমর্থকদের হয়রানী করার অভিযোগ দীর্ঘদিনের। আওয়ামী লীগের দোসর আশাহিদ আলী আশা’র হয়রানীর শিকার হয়ে প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নবীগঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন করগাঁও গ্রামের ভুক্তভোগী মো. আব্দুস সালাম। জানা যায়, আশা দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানী করে আসছেন। অভিযোগ রয়েছে, আশা স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার কাজে লিপ্ত ছিলেন। এসব অভিযোগ থাকা সত্ত্বেও দেশে পট-পরিবর্তনের পরও আশাহিদ আলী আশাকে গ্রেফতার করতে পুলিশ কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগের পতন হলেও দাপট কমেনি আশার। নিজ এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী করগাঁও ইউনিয়নে ও নবীগঞ্জ শহরে বিভিন্ন মানুষজনকে নানা ভাবে হয়রানী করে আসছে আশা। অবিলম্বে যুবলীগ সভাপতি আশাকে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আব্দুস সালাম তার অভিযোগে উল্লেখ করেন, আব্দুস সালামের পরিবারের সাথে বিদ্যুৎ সংযোগ নিয়ে একই গ্রামের ফারুক মিয়া ও জাকারিয়া গংদের বিরোধ চলছিল। এ সুযোগে সাংবাদিক পরিচয় দিয়ে বাদল আহমদ ও শফিকুল ইসলাম নাহিদ বাড়ির জায়গা মাপঝোক করে আব্দুস সালামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ৪ মে রবিবার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আওয়ামী লীগের দোসর আশাহিদ আলী আশা ফারুক মিয়ার পক্ষ নিয়ে পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সাথে নিয়ে আব্দুস সালামের বাড়ির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন টানার চেষ্টা করা হয়। এসময় আব্দুস সালাম বাঁধা দিলে বাদল ও নাহিদ পুলিশের সামনেই সালামের পরিবারের সদস্যদের গালিগালাজ ও হুমকি দেয়। শুধু তাই নয়, বাদল ও নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে সালাম পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়। ভুক্তভোগী আব্দুস সালাম অবিলম্বে যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবিগঞ্জের পুলিশ সুপার ও নবীগঞ্জ থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।