প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে, যাতে সিন্ডিকেট না হয় সেজন্য জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে ॥ খাদ্য সচিব
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আকতারুজ্জামান প্রমুখ। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহীদ মাহবুব, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার, কৃষক ফারুক মিয়া, আমিরুল ইসলাম আখঞ্জী, সেলিম খান, আব্দুল্লাহ রায়হান। এছাড়াও বক্তব্য রাখেন এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব বলেন- প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে। এবার বানিয়াচং উপজেলা থেকে ২ হাজার ২শ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রত্যেক কৃষক ৩টন ধান দিতে পারবেন।