আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে হিট স্ট্রোকে মোঃ মুস্তাফিজুর রহমান (৪৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ওসি মোঃ গোলাম মস্তোফা জানান, শনিবার সকাল ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি হিট স্ট্রোক করেছেন বলে নিশ্চিত করেন চিকিৎসক। মুস্তাফিজুর রহমান বানিয়াচং থানায় (কনস্টেবল-২৪১) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সীতাকুন্ড (চট্টগ্রামে)। মৃত্যুকালে তার এইচএসসি পড়–য়া একমেয়ে ও নবম শ্রেণিতে পড়–য়া একছেলে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার প্রথম জানাজার নামাজ সকাল সাড়ে ১১টায় বানিয়াচং থানা চত্তরে ও দ্বিতীয় জানাজার নামাজ জোহরের নামাজের পর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে মরদেহ মরহুমের গ্রামের বাড়ীর উদ্দেশ্য পাঠানো হয়। সেখানে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com