
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসন কয়েকবার অভিযান চালালেও থেমে নেই বালু উত্তোলন। প্রতিদিন রাতে ড্রাম ট্রাক এবং ট্রাক্টর দিয়ে বালু পাচার করা হচ্ছে।
আদাঐর ইউনিয়নের শিউলিয়া ব্রীজের কাছে বিশাল এলাকা জুড়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে সামনে রেখে এক্সকাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করেছেন হাবিবুর রহমান। প্রশাসন দেখেও না দেখার ভান করতেন। এরই ধারাবাহিকতার এখনো অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন তিনি। ড্রাম ট্রাক ও ট্রাক্টরের অত্যাচারে কাঁচা-পাকা সড়কের এখন বেহাল দশা।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মজিবুল ইসলাম জানান- অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে কয়েকবার অভিযান চালিয়েছি। কিছুতেই কাজ হচ্ছে না। দ্রুতই ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম জানান এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।