
লাখাইয়ে গণসমাবেশে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। বিএনপি সংস্কারের পক্ষে। গত ২ বছর পূর্বে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। অন্তর্বর্তীকালিন সরকারের সংস্কার কমিশনে যা উঠে এসেছে তার অধিকাংশই বিএনপির ৩১ দফায় রয়েছে। তাই সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। তিনি গতকাল শনিবার বিকেলে ১নং লাখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্তোষপুর গ্রামে গণসমাবেশে এসব কথা বলেন।
বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- আপনারা ত্যাক্ত-বিরক্ত হন এমন বাক্য আমরা উচ্চারণ করি না। এটা আমাদের দুর্বলতা নয়। যদি কোনো কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়, এলাকার শান্তি বিনষ্ট হয়, আবারও চোরাগোপ্তা হামলার চিন্তা করেন, চোরাগোপ্তা মিছিলের চিন্তা করেন, তাহলে খেয়াল রাখবেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর রাজপথে রক্ত দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনাদের ছাড় দেয়ার জন্য নয়। ধর্য ধরেছি, ধর্যের মধ্যেই থাকতে চাই। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি চক্রান্তে লিপ্ত হন তাহলে দেশের মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল ভুইয়া, অ্যাডভোকেট গুলজার খান প্রমূখ।