স্টাফ রিপোর্টার ॥ গাছ চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক লীগ নেতা আব্দুল আহাদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশের একটি টিম লোকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে লোকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি। একটি গাছ চুরির মামলায় তার ৪ মাসের সাজার রায় হয়। রায় ঘোষণার পর হতেই পুলিশের গ্রেফতার এড়াতে সে পালিয়ে আত্মগোপন করে।