
পিতার অপহরণ মামলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের এক কলেজছাত্রী ভালোবাসার টানে পালিয়ে গিয়েও ঘর বাঁধতে পারলো না। পিতার অপহরণ মামলায় তাকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে তার আশ্রয়দাতাকেও আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমের টানে শায়েস্তাগঞ্জের এক যুবকের সাথে সুলতানশী গ্রামের জালাল মিয়ার কন্যা কলেজছাত্রী কেয়া (২০) পালিয়ে যায়। এ ঘটনায় কেয়ার পিতা জালাল মিয়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ কললিস্ট ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে কেয়াকে উদ্ধার করে এবং আলফু মিয়াকে আটক করে। শনিবার বিকেলে আলফু মিয়াকে কোর্টে সোপর্দ করা হয়। তাছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য কেয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, মামলার প্রধান আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com