
প্রবাসী ও তার স্ত্রীসহ স্বজনরা নিরাপত্তাহীন
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া গ্রামে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে এক ইংল্যান্ড প্রবাসীর জায়গার বাউন্ডারী জোরপূর্বক ভেঙ্গে রাস্তা নির্মাণের পায়তারা করছেন প্রভাবশালীরা। এমনকি প্রবাসী ও তার স্ত্রীসহ পাহারাদারকে হত্যার হুমকি দিচ্ছে তারা। এতে প্রবাসী ও তার স্ত্রী আতংকিত হয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশ প্রবাসীকে সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে।
মামলার এজাহার ও প্রবাসীর পারিবারিক সূত্র জানায়, হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকার বাসিন্দা আজিজুর রহমান পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন। শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি। এ সুবাদে সেখানে তিনি অনেক জায়গাজমি ক্রয় করেছেন। চরনুর আহমদ মৌজায় তার ২৬ শতক জায়গা রয়েছে। এর মধ্যে ১৪ শতক চারা রকম ভূমি। তার জায়গাগুলো তিনি বাউন্ডারী দিয়ে হেফাজতে রেখেছেন। তার জায়গার উপর দিয়ে কাগজপত্রে কোন রাস্তা নেই। কিন্তু সম্প্রতি ইংল্যান্ড প্রবাসী আজিজুর রহমানের জায়গার বাউন্ডারী ভেঙ্গে জোরপূর্বক রাস্তা করার পায়তরা করছেন বাগুনীপাড়া গ্রামের মৃত তাজ্জদ আলীর ছেলে হারুন মিয়া, ইসমাইল মিয়া, আক্কাছ মিয়া, ছায়েম মিয়া, রশিদ মিয়ার ছেলে সাজু মিয়া, মৃত মগল মিয়ার ছেলে মাসুক মিয়া, মৃত কিম্মত আলীর ছেলে শামীম মিয়া গং। এ ব্যাপারে আজিজুর রহমান গত ফেব্রুয়ারি মাসে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। দরখাস্ত মামলা নং-১৪৫/২৫ (শায়েস্তাগঞ্জ)। বিজ্ঞ আদালত উক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারী করেন এবং ৯ মার্চ সরেজমিনে তদন্ত করে রেকর্ড ও দখল সক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি) শায়েস্তাগঞ্জকে নির্দেশ দেন। কেউ ১৪৪ ধারা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। ১৪৪ ধারা ভঙ্গ করে হারুন মিয়া গং জোরপূর্বক উক্ত ভূমির বাউন্ডারী ভেঙ্গে রাস্তা করার পায়তারা করছেন। ইংল্যান্ড প্রবাসী আজিজুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশ অমান্য করে কয়েকদিন পূর্বে জোরপূর্বক হারুন মিয়া গং আমার জায়গার বাউন্ডারী ভাঙ্গতে গেলে আমার রক্ষনাবেক্ষণের দায়িত্বে থাকা পাহারাদাররাসহ আমরা বাধা দিলে তারা আমাদের উপর হামলার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে তারা আমার পাহারাদারদেরকে জায়গার রক্ষণাবেক্ষণে দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন। অন্যথায় তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এমনকি তারা আমি ও আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করে এ বিষয়টি জানালেও পুলিশ আমাদেরকে কোন সহযোগিতা করছেন না। তিনি প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।