
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় শুক্রবার ভোররাতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫জন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন
জানান- শুক্রবার ভোররাতে উল্লেখিত এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ট্রাক নং চট্ট-মেট্রো ট ১১-৬৩৩১ ও মুন্সীগঞ্জ থেকে হবিগঞ্জের বানিয়াচংগামী পিকআপ ঢাকা মেট্রো ন-১৯-৮৭৯১ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী হবিগঞ্জে বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাঈল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), একই গ্রামের রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা আক্তার (২২) এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান পঞ্চশি পাড়ার মানিক মিয়ার ছেলে আব্দুর রহিম (২২) নিহত হয়। এ ছাড়া আরও ৫ যাত্রী আহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান পিকআপটি বাসাবাড়ীর মালামালসহ ১৬/১৭জন যাত্রী নিয়ে হবিগঞ্জের বানিয়াচং যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে ৪জন নিহত ও ৫জন আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।