স্টাফ রিপোর্টার ॥ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শ্রীমঙ্গল এবং চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি ৩টি পৃথক অভিযান পরিচালনা করে। সাতছড়ি বিওপি রাত প্রায় ৯ টায় টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
গুইবিল বিওপি রাত ১০ টায় টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন কয়েকজন লোককে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে চা বাগানের ভিতের পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
সিন্দুরখান বিওপি রাত প্রায় ১১টায় টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদ এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ওই স্থানে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। জব্দকৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল এবং চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।