মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিএনজি বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা সহ মাসুক মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুক মিয়া জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে এএসআই আতিকুর রহমান সহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাসুক মিয়াকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।